নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ সকালবেলা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রামগড়ে রাজ্য সড়কের কাছে বাঁশে ডগায় প্রাণ হারালেন ১ বাইক আরোহী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেখানে রাস্তার পাশেই স্থানীয় বাসিন্দা অসিত মাঝির বাড়ি তৈরী হচ্ছিল। আর সেই বাড়ি তৈরীর জন্য বাঁশের খাঁচা দাঁড় করানো ছিল। আর নির্মাণকর্মীরা ওই বাঁশ আনছিলেন। রাস্তা থেকে ওই বাঁশ ঘুরিয়ে বাড়িতে তোলা হচ্ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এমন সময় ডেবরার বাসিন্দা নিতাই মাইতি রাজ্যসড়ক ধরে বাইক নিয়ে আসতেই একটি বাঁশে ডগায় ধাক্কা দেন। এরপর গতি থাকার কারণে নিয়ন্ত্রণ সামলাতে না পেরে নিতাইবাবুর বুক ভেদ করে বাঁশের ছুঁচালো ডগা ঢুকে যেতেই তিনি বাইক নিয়ে পড়ে যান। এই ঘটনায় বাইকে থাকা অপর একজন গুরুতর আহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে দ্রুত ওই আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দাসপুর থানার পুলিশ এই ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন।
Sponsored Ads
Display Your Ads Here