অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ নিউটাউনে ১৫ বছর বয়সী এক জন নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তিন জনের বিরুদ্ধে। এই ঘটনায় ইকোপার্ক থানার পুলিশ তিন জন অভিযুক্তকেই গ্রেফতার করেছেন।
জানা গিয়েছে, সোমবার বিকেলবেলা ওই নাবালিকা এক বন্ধুর সাথে ইকোপার্ক থানা এলাকার সিমেন্ট ফ্যাক্টরির কাছে সাইকেলে করে ঘুরছিল। সেই সময় বাবু, সুরজ ও বুদ্ধদেব এসে তার বন্ধুকে মারধর করে অন্য দিকে নিয়ে যায়। এরপর বাবু, সুরজ এবং বুদ্ধদেব জোর করে ওই নাবালিকাকে দূরে একটি জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করে।
এছাড়া অভিযুক্তদের মধ্যে একজন মোবাইলে ছবিও তুলতে থাকে। তারপর কোনোভাবে ওই নাবালিকা ও তার বন্ধু সেখান থেকে পালিয়ে গেলে বাবু, সুরজ এবং বুদ্ধদেব তাদের মোবাইল ও সাইকেল নিয়ে চলে যায়। এই ঘটনায় ওই নাবালিকা এবং তার বন্ধুর পরিবার ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে ঘটনাটির তদন্তে নেমে গতকাল বাবু, সুরজ ও বুদ্ধদেবকে গ্রেফতার করেন। আর আজ অভিযুক্ত বাবু, সুরজ এবং বুদ্ধদেবকে বারাসাত আদালতে তোলা হবে।