নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দেশ জুড়ে করোনার দাপট বেড়েই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৫৫৭ জন। আর দেশে দৈনিক করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে ৪.১৩ শতাংশ হয়েছে।
সংক্রমণের পাশাপাশি মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪০ জনের। এছাড়া করোনার প্রকোপ থেকে মুক্ত হয়েছেন ১৮ হাজার ৫১৭ জন। এদিকে এখনো অবধি দেশ জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৩১ লক্ষ ৩২ হাজার ১৪০ জন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ।
অন্যদিকে দেশে দৈনিক সংক্রমণের তালিকায় মহারাষ্ট্র শীর্ষ স্থানে আছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণের সংখ্যা ২ হাজার ২৭৯ জন। এরপরেই পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর নাম আছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ২৪৩ জন। আর পজিটিভিটি রেট ১৫.৩৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা সংক্রমণে ফ্রান্স শীর্ষ স্থানে রয়েছে। তাছাড়া দৈনিক মৃত্যুর তালিকায় ব্রাজিল শীর্ষ স্থানে রয়েছে। গোটা বিশ্ব জুড়ে করোনা সংক্রমিত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যাও অনেকটাই বেড়েছে৷
ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৮৪ জন। এতে বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা ৬৩ লক্ষ ৯১ হাজার ৩৪৬ জন দাঁড়িয়েছে।