নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ বর্ধমানের পর এবার হাওড়ার ঘুসু়ড়ির মালিপাঁচঘড়ায় রহস্যজনক ভাবে একসঙ্গে ৭ জনের মৃত্যুকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আর প্রায় ২০ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদের পরিবারের অভিযোগ বিষমদ খেয়েই এই মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতেরবেলা ওই এলাকার বেশ কিছু মানুষ মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। মদ খাওয়ার কিছুক্ষণ পরই অনেকেরই বমি শুরু হয়। পরে গুরুতর অসুস্থ হয়ে এদের মধ্যে অনেকে বাড়িতেই মারা যান। মালিপাঁচঘড়া থানার আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি নিয়ে যান।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
জেলা পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি ও উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এছাড়া এই এলাকার রেললাইনের ধারে বেশ কিছু দেশী মদের ঠেক রয়েছে। প্রায়শই এলাকার কারখানার শ্রমিকরা এই ঠেকগুলি থেকে মদ খান। এদিন অভিযুক্ত মদ বিক্রেতা প্রতাপ কর্মকারের ঠেক থেকে মদ কিনে খাওয়ার পরই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উঠছে।
তাছাড়া এই মৃত্যুর ঘটনার পরই এলাকাবাসীরা একটি ঠেকে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ এই মৃত্যু ঘটলো কিভাবে তা নিয়ে তদন্ত শুরু করেছেন। এদিকে এই ঘটনার পর থেকেই অভিযুক্ত মদ বিক্রেতা প্রতাপ কর্মকার এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।