Indian Prime Time
True News only ....

প্রবল জলোচ্ছ্বাসে ভাসছে দিঘা

- sponsored -

- sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ নিম্নচাপ ও ভরা কোটা্রলে জেরে বানভাসি দিঘা। বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার দাপটে দিঘার সমুদ্রের ঢেউ রাস্তা অবধি আছড়ে পড়েছে। ইতিমধ্যে অন্তত ৩৫ টি হোটেলে জল ঢুকে পড়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার গুরুপূর্ণিমার দিন থেকেই সমুদ্রের চেহারা্র পরিবর্তন হয়েছে। আজ তা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। তবে গতকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে দিঘার সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

জোয়ারের সময় সমুদ্রে যাতে কেউ নেমে পড়তে না পারেন সে জন্য প্রতিটি ঘাট দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। এর পাশাপাশি নজরদারির জন্য পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ফলে দিঘার পর্যটকরা জলে স্নান করতে নামতে না পারলেও বহু পর্যটককেই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বিশাল বিশাল ঢেউয়ে স্নান করতে দেখা গিয়েছে।

যদিও আগামীকাল অর্থাৎ শনিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। তবে জোয়ারের সময় জলস্ফীতি হলে প্রশাসনের তরফ থকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored