অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গিরীশ পার্কের পর এবার কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। এই ঘটনায় মেট্রো স্টেশন জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
আজ সকালবেলা ১০ টা ৩০ মিনিট নাগাদ অফিসের ব্যস্ত সময়ে ওই ব্যক্তি কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করলেন। তাই এই ঘটনায় ডাউনলাইনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এই ঘটনায় মেট্রো যাত্রীরা যাতে নির্ধারিত সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন সেজন্য ময়দান থেকে মেট্রো চালানোর ব্যবস্থা করা হয়েছে। তবে প্রায় ৪০ মিনিট পর মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, গত সোমবার দুপুরবেলা পঞ্চাশোর্ধ্ব এক জন মহিলা গিরীশ পার্ক মেট্রো স্টেশনে কবি সুভাষ যাওয়ার ট্রেনের সামনে ঝাঁপ দিলে তাকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ অবধি মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Hereএর আগেও বহু বার মেট্রোয় আত্মহত্যার ঘটনা ঘটেছে। ফলে এই ধরনের দুর্ঘটনা এড়াতে মেট্রো স্টেশনের নিরাপত্তায় বার বার জোর দেওয়ার কথা জানানো হলেও আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা একেবারে আটকানো সম্ভব হচ্ছে না।