নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ১৫ ই জুলাই অর্থাৎ শুক্রবার থেকে এবার সারা দেশে ১৮ বছর থেকে ৫৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের কেন্দ্রীয় সরকার বিনামূল্যে বুস্টার টিকা ঘোষণা করলো।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, আজ কেন্দ্রীয় মন্ত্রী সভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ১৫ ই জুলাই থেকে আগামী ৭৫ দিন অবধি বিনামূল্যে বুস্টার টিকা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রীসভা স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদ্যাপন উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রীসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেন, ‘‘দেশে স্বাধীনতার ৭৫ তম বর্ষের উদ্যাপন হচ্ছে। কেন্দ্রের আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচীর আওতায় বিনামূল্যে বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রাপ্ত বয়স্কদের জন্য করোনার দ্বিতীয় টিকা ও বুস্টার টিকার মধ্যে সময়ের ব্যবধান তিন মাস কমিয়ে ছ’মাসে নিয়ে এসেছে। সেই অনুযায়ী কেন্দ্রীয় সরকার কোউইন অ্যাপেও প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে এসে বিনামূল্যে বুস্টার টিকা দেওয়ার ঘোষণা করেছে।