নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ পূর্ব-মধ্য রেলের ধানবাদ বিভাগের প্রধানখান্টা জংশনের নিকটবর্তী ছাতাফুল নামে একটি গ্রামে রেলের নির্মীয়মাণ আন্ডার পাসে ধস নেমে মৃত্যু হয়েছে ৪ জন শ্রমিকের। গতকাল রাতেরবেলা এই ঘটনার জেরে এলাকায় বিক্ষোভ দেখা দেয়।
জানা গেছে, একটি মালগাড়ি ওই নির্মীয়মাণ আন্ডার পাসের উপর দিয়ে চলে যাওয়ার পর ওই আন্ডার পাসের উপরের মাটি ধসে পড়ে। ওই সময় সেখানে পাঁচ জন শ্রমিক কর্মরত ছিলেন। যাদের মধ্যে চার জন মাটি চাপা পড়ে মারা যান। এলাকাবাসী ও রেলের আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে চার জনের মৃতদেহ উদ্ধার করেন।
এই ঘটনার জেরে বিক্ষোভকারীরা নিহতদের পরিবারকে চাকরী এবং আর্থিক সাহায্যের দাবী তোলেন। পরে বালিয়াপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে। এই দুর্ঘটনার পর আপাতত ওই রুট দিয়ে যাতায়াত করা সমস্ত ট্রেন ঝাঁঝা-পটনা-দীনদয়াল উপাধ্যায় রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে।