ব্যুরো নিউজঃ শ্রীলঙ্কাঃ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়ে আপাতত মালদ্বীপে আশ্রয় নিয়েছেন। আজ সকালবেলা থেকে আবার নতুন করে জনরোষের ছবি প্রকাশ্যে এসেছে। সেনা বাহিনী প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘেরর বাসভবন ঘিরে ফেলেছেন।
এই পরিস্থিতিতেই জরুরী অবস্থা জারি করা হয়েছে। এদিক গোতাবায়া রাজাপক্ষের পালানোর খবর চাউর হতেই হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে পার্লামেন্ট ও রনিল বিক্রমসিঙ্ঘের বাসভবনের উদ্দেশ্যে মিছিল করে যান। কিন্তু সেনা বাহিনী পার্লামেন্টের ২০০ মিটার আগেই বিক্ষোভকারীদের আটকে দেন।
এরপর বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলতেই সেনা এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের সাথে কাঁদানে গ্যাসও ফাটানো হয়। কিন্তু তাতেও তাদের আটকানো যায়নি। বিক্ষোভকারীরা রনিল বিক্রমসিঙ্ঘের বাসভবনের দেওয়াল টপকে ঢুকে পড়েন।
বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের ইস্তফার দাবী তোলার পাশাপাশি রনিল বিক্রমসিঙ্ঘেরও পদত্যাগের দাবী তুলেছেন। স্থানীয় সময় দুপুরবেলা ১ টার মধ্যে প্রধানমন্ত্রী পদত্যাগ না করলে পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হবে বলে হুঁশিয়ারীও দেওয়া হয়েছে।