ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আমেরিকার উত্তর নেভাদায় শিশুদের একটি যাদুঘরের মধ্যে এক দম্পতি দুই সন্তানকে নিয়ে গোপনে সংসার পেতেছিলেন। এমনকি সেখানে প্রচুর অস্ত্র-শস্ত্রও লুকিয়ে রেখেছিলেন।
পুলিশ সূত্রের ভিত্তিতে জানা গেছে, বেশ কয়েক দিন আগে ওই যাদুঘরের দারোয়ানের দু’বছর বয়সী শিশুকে যাদুঘর সংলগ্ন এলাকায় একা ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল এই নিয়ে আগে ওই দারোয়ানকে জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর ফের তার বড়ো মেয়েকে যাদুঘরের সংরক্ষিত এলাকায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়।
তারপর তাকে জেরা করতেই জানা যায়, তার বাড়ি যাদুঘরেই। যা শুনে তদন্তকারীরা রীতিমতো চমকে ওঠেন। এরপর শিশুটির কথামতো সেখানে গিয়ে দেখা যায়, সেখানে তোষক, পোশাক, খাবার-দাবার, স্লিপিং ব্যাগ পড়ে রয়েছে। আর গুদাম ঘর থেকে ছুরি, পিস্তল, একে ৪৭, তিনটি বন্দুক, প্রচুর অস্ত্রশস্ত্র সহ মাদকও উদ্ধার হয়েছে।
এদিকে ওই দারোয়ানের স্ত্রী যাদুঘরের ম্যানেজার বলে জানা গিয়েছে। কিন্তু এই ঘটনার জেরে দম্পতিকে চাকরী থেকে বরখাস্ত করা হয়েছে। আর নতুন ম্যানেজার কাজে যোগ না দেওয়া অবধি যাদুঘর বন্ধ রাখা হয়েছে।
এই ঘটনায় শিশুদের দেখভালে অবহেলা ও অস্ত্র রাখার অভিযোগে ওই যাদুঘরের ৪১ বছর বয়সী ওই দারোয়ানকে গ্রেফতার করা হয়েছে। তবে ওই দারোয়ানের স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে জানা যায়নি।