চয়ন রায়ঃ কলকাতাঃ দীর্ঘ প্রতীক্ষার পর শেষ অবধি আগামী সপ্তাহ থেকেই শিয়ালদা মেট্রো চালু হতে চলেছে। ১১ ই জুলাই অর্থাৎ সপ্তাহ শুরুর প্রথম দিন সোমবার শিয়ালদা মেট্রোর শুভ উদ্বোধন। আর তার দুই দিন পর ১৪ জুলাই বৃহস্পতিবার থেকেই যাত্রী পরিষেবা শুরু হবে।
এই মেট্রো পরিষেবা চালু হলে সেক্টর ফাইভ থেকে সরাসরি শিয়ালদা আসা-যাওয়া যাবে। শিয়ালদা মেট্রো চালু হয়ে গেলে শিয়ালদা থেকে বিপুল সংখ্যাক যাত্রী যানজট এড়িয়ে খুব সহজেই সেক্টর ফাইভে পৌঁছে যেতে পারবেন। সেক্টর ফাইভ থেকে ২০ মিনিট অন্তর এই লাইনে ট্রেন পাওয়া যাবে।
তবে মার্চ মাস থেকেই সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছিল। প্রসঙ্গত, শিয়ালদা স্টেশনের ১৭ মিটার নীচ দিয়ে শিয়ালদা মেট্রো স্টেশন তৈরী হয়েছে। যেখানে ৮ টি সিঁড়ি, ১৮ টি এসকেলেটর, ৫ টি লিফট ও ৪ টি প্লাটফর্ম রয়েছে। আর যাত্রী পরিবহনের জন্য আপাতত প্লাটফর্ম 1A এবং 1B তৈরী হয়েছে।