নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ এখনো অবধি বর্ধমানে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এই পরিস্থিতিতে আবগারি দপ্তর শহর জুড়ে সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। মৃতরা হলেন ৩৪ বছর বয়সী শেখ সুরবতি, ৩৮ বছর বয়সী চিন্ময় দে, ৪২ বছর বয়সী গৌতম দে ও ৪৩ বছর বয়সী শেখ আমিন।
এই মৃত্যুর ঘটনার পরই প্রশাসন তৎপর হয়ে ওঠে। এরপর এডিজি (ওয়েস্টার্ন জোন) সঞ্জয় সিংহ এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এদিকে বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তর্জা শুরু হয়ে গেছে।
জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, ‘‘মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ তথ্য গোপন করছেন। ঘটনাটির প্রকৃত তদন্ত করা হোক।’’
তবে তৃণমূলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বিজেপির এই দাবী অস্বীকার করে বলেন, ‘‘প্রশাসন যথেষ্ট তৎপর। তারা প্রকৃত কারণ খুঁজে বের করবেন। বিরোধীরা মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি করছে।’’ তবে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের মদ খেয়েই কি মৃত্যু হয়েছে কিনা এই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় বাসিন্দারা দাবী করছেন, ‘‘নির্দিষ্ট ব্যান্ডের ওই মদ সরকার অনুমোদিত দোকান থেকে বিক্রি হওয়ার কথা কিন্তু তা না করে একাধিক অনুনমোদিত দোকানে ওই ব্র্যান্ডের মদ সহজেই পাওয়া যায়। অর্থাৎ নির্দিষ্ট ব্র্যান্ডের মদেই গণ্ডগোল ছিল।’’