অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাজ্যে প্রথম মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত এক জন তরুণের সন্ধান মিলল। বিদেশ ফেরত ওই তরুণ আপাতত শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই মাঙ্কিপক্স ভাইরাসের মূল লক্ষণগুলি হলো র্যাশ হওয়া, কনজাংটিভাইটিস, মুখের আলসার সহ জ্বর ইত্যাদি।
তার শরীরের নমুনা এনআইভি পুনেতে পাঠানো হয়েছে। করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের মধ্যেই এখন বিশ্বজুড়ে মাঙ্কি পক্স ভাইরাস আলোচিত বিষয় হয়ে উঠেছে। যা বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইউরোপীয়ান দেশগুলিতে সংক্রমণ বেড়েছে।
যেমন স্পেন, কানাডা, পর্তুগাল ও মার্কিন যুক্তরাষ্ট্রেও এই মাঙ্কি পক্সের দেখা মিলেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বিমানবন্দরগুলিতে সতর্কতা জারি করেছে। কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকায় এও বলা হয়েছে যে, ‘কোনো যাত্রীকে অসুস্থ বলে মনে হলে সঙ্গে সঙ্গে তাকে আটকে আইসোলেট করতে হবে।’
সরকারী সূত্র জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রক ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চকে পরিস্থিতির উপর নিবিড় নজর রাখার পাশাপাশি যেকোনো পজিটিভ কেস দ্রুত শনাক্ত করার জন্য নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছে।