নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ পুরুলিয়ার সুবর্ণরেখা নদীর তীরে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয়েছে এক জন যুবকের মৃতদেহ। এই ঘটনায় বাঘমুণ্ডি থানার সুইসা ফাঁড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এলাকাটি ঝাড়খন্ড লাগোয়া শালডাবরা গ্রামের বাঁশটার টোলা বলে পরিচিত।
ওই এলাকায় হাতি ঠেকাতে ইলেকট্রিক শক দেওয়ার তার রয়েছে। গতকাল তা দেখতে এক জন বনকর্মী সেখানে যেতেই নদীর চরে ইতস্তত ভাবে রক্ত পড়ে থাকতে দেখেন। আর সামনেই চরের মধ্যেই একটি ঢিপি দেখতে পান। এরপর সন্দেহ হওয়ায় পুলিশের কাছে খবর দেন। এলাকার বাসিন্দারাও খবর পেয়ে সেখানে চলে আসেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেন। তারপর এলাকার বাসিন্দারা মৃতদেহটি শনাক্ত করে জানায়, মৃত তুন্তুরী সুইসা অঞ্চলের গাগী গ্রামে পরীক্ষিত সিংহ মুড়া। বয়স প্রায় ২৯ বছর। কিন্তু এখনো অবধি মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি।
ইতিমধ্যে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছেন। এর পাশাপাশি মৃতের পরিবারের কাছেও খবর দেওয়া হয়েছে।