Indian Prime Time
True News only ....

অবশেষে মৃত্যু হলো জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর

- Sponsored -

- Sponsored -

ব্যুরো নিউজঃ জাপানঃ সমস্ত চিকিৎসাকে ব্যর্থ করে মৃত্যুর কাছে হার মানলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। আজ পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা পেশের সময় আচমকা শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালালে বুকে সেই গুলি লাগে। 

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

এরপর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা শেষমেশ ব্যর্থ হয়ে গিয়ে তাঁর মৃত্যু ঘটলো। চিকিৎসকরা শিনজো আবেকে বাঁচাতে প্রাণপাত লড়াই চালিয়েছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মৃত্যুকালীন বয়স ৬৭ বছর হয়েছিল।  

জাপানের ইতিহাসে ২০১২ সাল থেকে ২০২০ সাল অবধি সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছিলেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, টেটসুয়া ইয়ামাগামি নামে ওই আততায়ী শিনজো আবের উপর অসন্তুষ্ট থাকায় এই হামলার ছক কষে নিজের বানানো বন্দুক দিয়েই গুলি চালিয়েছিলেন। এমনকি গুলি চালানোর পর পালানোর চেষ্টাও করেনি।  

টেটসুয়া ইয়ামাগামি নামে পশ্চিম জাপানের নারা শহরের বছর চল্লিশের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি তদন্তকারীদের জানিয়েছেন, শিনজোর প্রতি অসন্তুষ্ট ছিলেন তিনি। সে কারণেই তাঁকে হত্যার ছক কষেছিলেন। নিজের বানানো বন্দুক দিয়েই গুলি চালিয়েছেন তিনি। এমনকি, গুলি চালানোর পর পালানোরও চেষ্টা করেননি আততায়ী।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored