নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ গত কয়েক দিন থেকেই উত্তরাখণ্ডে লাগাতার বৃষ্টি চলছে। বিভিন্ন জায়গায় ধস নেমেছে। রাস্তাও বন্ধ হয়ে গেছে। আর এই বৃষ্টির জলে রামনগরে ফুলে ফেঁপে ওঠা একটি নদীর তীব্র স্রোত যাত্রী বোঝাই একটি গাড়িকে ভাসিয়ে নিয়ে গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে দশ জন যাত্রী ছিলেন। যার মধ্যে থাকা এক বালিকা ছাড়া বাকি ন’জনই মারা গিয়েছেন। ওই বালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া বালিকার পরিবারের পরিচয় জানতে মৃতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
কিন্তু ওই বালিকা জলের স্রোতে ভেসে খাদে পড়ে যাওয়া গাড়ির ভিতর বেঁচে রইল কিভাবে তা সত্যি আশ্চর্যজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার উত্তরখণ্ডেরই তেহরিতে ধসের জেরে এক সদ্য নির্বাচিত গ্রাম প্রধান মারা গিয়েছেন। তার তিন জন সঙ্গীও আহত হয়েছেন। যদিও মৌসম ভবনের তরফ থেকে রাজ্য জুড়ে সতর্কতা জারি করা হয়েছে।