বাপি রায়ঃ কলকাতাঃ দিলীপ ঘোষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবীতে এবার তৃণমূল রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ হয়েছে। আট সদস্যের প্রতিনিধিদল রাজ্যপালের কাছে রাজভবনে গিয়েছিলেন। এছাড়া দিলীপ ঘোষের মন্তব্যের ভিডিও জগদীপ ধনখড়ের হাতে তুলে দেওয়া হতে পারে।
এই প্রতিনিধি দলের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নারী শিশু সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, সাংসদ সাজদা আহমেদ, বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিধানসভার উপমুখ্যসচেতক তাপস রায় ও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত সোমবার কলকাতায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ওঠে। ডায়মণ্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি এই বিষয়ে টুইট করে লেখেন, ‘আপত্তিজনক!
এবার প্রধানমন্ত্রীর উচিত এমন আলগা মন্তব্য করা ব্যক্তিদের গ্রেফতার করা। বিজেপি নেতারা দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী প্রসঙ্গে এমন কথা বলতে পারেন কিভাবে? রাজনীতিতে দিলীপ ঘোষের মতো বিজেপি নেতারা লাগাতার কদর্য মন্তব্য করেই চলেছেন।’’
অন্যদিকে গত ২৮ শে জুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারীর দাবী নিয়েও তৃণমূলের প্রতিনিধিদল জগদীপ ধনখড়ের কাছে গিয়েছিল।