ব্যুরো নিউজঃ ব্রিটেনঃ ব্রিটেনে একের পর এক মন্ত্রীর পদত্যাগের জেরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করতে বাধ্য হলেন।

- Sponsored -
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ব্রিটেনের রাজনীতিতে চরম সংকট নেমে এসেছে। বরিস জনসনের মন্ত্রীসভার ৪০ জন মন্ত্রীই পদত্যাগ করেছেন। এর ফলে মন্ত্রীসভা ভেঙে গিয়ে সরকার পড়ে গেছে। অর্থাৎ বরিসযুগের পতন হয়েছে। আর এরপর যাকেই বেছে নেওয়া হোক আগামী অক্টোবর অবধি তিনি দায়িত্ব সামলাবেন।
ক্যাবিনেট মিনিস্টার সাজিদ জাভিদের পদত্যাগ দিয়েই এই চরম সংকটের শুরু হয়েছিল। ভারতীয় বংশদ্ভুত ঋষি সুনকও পদত্যাগ করেছেন। একাংশের ধারণা যে, পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী এই ঋষি সুনকই হতে চলেছেন।