ব্যুরো নিউজঃ ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। এর মধ্যেই ভারতে করোনাভাইরাসের ভেরিয়্যান্ট ওমিক্রনের নয়া উপপ্রজাতির সন্ধান পাওয়া গেছে। যা নিয়ে ইতিমধ্যে গোটা দেশবাসী আশঙ্কিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডানাম গেব্রিয়েসাস জানান, “গত দুই সপ্তাহে ফের বিশ্বে করোনা সংক্রমণ প্রায় ৩০ শতাংশ বেড়েছে। ইউরোপ ও আমেরিকায় ওমিক্রনের বিএ.৪ এবং বিএ.৫ সাব-ভেরিয়্যান্ট ছড়িয়েছে। ভারতেও ওমিক্রনের নয়া সাব-ভেরিয়্যান্ট বিএ ২.৭৫ ছড়িয়ে পড়ায় সংক্রমণ বাড়ছে।
তবে এখনই অযথা আশঙ্কিত হওয়ার দরকার নেই। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।” প্রসঙ্গত, দিন কয়েক আগেই ইজরায়েলের এক জন বিজ্ঞানী দাবী করেছিলেন যে, “ভারতের দশটি রাজ্যে করোনাভাইরাসের ওমিক্রন ভেরিয়্যান্টের নয়া উপপ্রজাতির সংক্রমণ ঘটেছে। যার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে।”
গতকাল রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গিয়েছে। সংক্রমণের নিরিখে প্রথম স্থানে কলকাতা। আর দ্বিতীয় স্থানে উত্তর চব্বিশ পরগণা। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নয়া সতর্কবাতা চিকিৎসকদের মনে যথেষ্ট উদ্বেগ বাড়িয়ে তুলেছে।