নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ রক্তচাপ ও ডায়াবেটিস সহ মোট ৮৪ টি গুরুত্বপূর্ণ ওষুধের মূল্য কমছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইস অথরিটি বা এনপিপিএ-ই হল একটি সরকারী নিয়ন্ত্রক সংস্থা যা গোটা দেশে ওষুধের মূল্য নির্ধারণ করে। এবার সেই এনপিপিএ-ই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশিকা জারি করেছে।
জুলাই মাসের শেষের দিকে এই নির্দেশ কার্যকর হবে। এনপিপিএ ওষুধের দাম কমানোয় ডায়াবেটিসের রোগীরা সবচেয়ে বেশী সুবিধা পেতে চলেছেন। টাইপ-টু ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত সিটাগ্লিপটিন ফসফেটের ১০ টি ওষুধের যে পাতাটি এখন ৩৪৭ টাকায় বিক্রি হয় এবার সেটাই ৮৯ থেকে ২১০ টাকায় বিক্রি হবে।
এর পাশাপাশি প্যারাসিটামলেরও মূল্য কমেছে। ১০ টি প্যারাসিটামলের যে পাতাটি ৩০.৯ টাকায় বিক্রি হয় এবার সেটাই ২৮ টাকায় বিক্রি হবে। ফলে ওষুধের মূল্য কমাতে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন। নিম্নে এনপিপিএ-ইর নির্দেশিকা অনুযায়ী ৮৪ টি ওষুধের নতুন মূল্য দেওয়া হলো।