Indian Prime Time
True News only ....

অতি বৃষ্টিতে একেবারে নাজেহাল নগরবাসী

- Sponsored -

- Sponsored -

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ ভারী বৃষ্টিতে একেবারে জলমগ্ন বাণিজ্যনগরী। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকায় রেকর্ড হারে বৃষ্টি হওয়ায় একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। প্রবল বৃষ্টির জেরে পালঘর এলাকায় একটি বাড়ি ভেঙে পড়েছে। ঠাণেতে পাহাড় থেকে পাথর ভেঙে পড়েছে।

কিন্তু আপাতত কেউ হতাহত হননি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানা যায়, যেখানে জল জমার প্রবণতা রয়েছে, প্রয়োজনে সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরানোর জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও মোতায়েন করা হয়েছে।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

ঠাণে, কোলাপুর, পালঘর, রায়গড়, রত্নগিরি ও সিন্ধুদুর্গের জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। এমনকি আজ সকালবেলা অবধি কোলাবা এবং সান্তাক্রুজে রেকর্ড হারে বৃষ্টি হয়েছে। কোলাবায় ১১৭ মিলিমিটার ও সান্তাক্রুজে ১২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এমনকি চেম্বুর, মুলুন্দ, সিয়ন, আন্ধেরি পূর্ব এবং কান্দিভেলির বিভিন্ন এলাকা জলের তলায়। তবে এদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ছ’টি জেলার প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored