ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ যুদ্ধ থামানোর জন্য বিশ্বের নানা মহল থেকে নানা চেষ্টা করা হলেও রাশিয়া নিজেদের সিদ্ধান্তে একেবারে অনড়। আবার গতকাল অর্থাৎ কৃষ্ণসমুদ্র থেকে রাশিয়ার কৌশলী পশ্চাদপসরণের ঠিক একদিন পরেই ইউক্রেন পোর্ট সিটি ওডেসায় রাশিয়া মিসাইল হামলা চালানোর জেরে মৃত্যু হয়েছে ১৯ জনের।
একটি ভিডিওতে এই মিসাইল হানার জ্বলন্ত ছবি ধরা পড়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে যে, ওডেসার ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওই অঞ্চলের বাড়িগুলির উপর এই হামলা চালানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস থেকে জানানো হয়েছে, রাশিয়ার ছোঁড়া তিনটি এক্স-২২ মিসাইল ওই অঞ্চলের বাড়ি ও ক্যাম্প ধ্বংস করে দিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট অফিসের চিফ অ্যান্ড্রি ইয়েরমাক এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন যে, “এক উগ্রবাদী দেশ আমাদের লোকদের মারছে। ওরা যুদ্ধক্ষেত্রে হেরে গিয়ে আমাদের নিরীহ সাধারণ দেশবাসীদের উপর ক্রমাগত হামলা চালাচ্ছে।”