Indian Prime Time
True News only ....

বিদ্যুৎ এর পর এবার দেশে মোবাইল ও ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যেতে পারে

- sponsored -

- sponsored -

ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ এমনিতেই পাকিস্তান জুড়ে বিদ্যুৎ সঙ্কট চরমে। এর মধ্যে পাকিস্তান ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ড (এনআইটিবি) জানিয়ে দিল, যেকোনো সময় দেশের মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। এর জেরে সাধারণ মানুষের কার্যত ভোগান্তির শেষ নেই।

ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ড টুইটারে বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘দীর্ঘ সময় দেশে বিদ্যুৎ না থাকায় মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত হচ্ছে। তাই এই টেলিকম অপারেটরগুলি পরিষেবা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে।’

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, ‘‘জুলাই মাসের দেশে লোডশেডিং আরো বাড়বে। কারণ বিদ্যুৎ তৈরীর জন্য প্রয়োজনীয় তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাওয়া যাচ্ছে না।’’ পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বলেন, ‘‘আগামী পাঁচ অথবা দশ বছরের জন্য কাতার থেকে এলএনজি কেনার চুক্তির চেষ্টা চলছে।’’

উল্লেখ্য, জুলাই মাসে পাকিস্তানে মূল্যবৃদ্ধির হার দশ শতাংশ ছাড়িয়েছে। যা গত ছ’বছরে সর্বাধিক। এর মধ্যে তাপপ্রবাহ চলার কারণে বিদ্যুৎ এরও ব্যাপক চাহিদা। তাই পাক সরকার সেই চাহিদা মেটানোর জন্য করাচি সহ বেশ কিছু শহরে শপিং মল, কারখানা সহ সরকারী দপ্তর সময়ের আগে বন্ধের নির্দেশ দিয়েছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored