নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের নলহাটি থানার লখনামারা গ্রামের একটি গুদাম থেকে অবৈধ ভাবে বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়েছে। এই অ্যামোনিয়াম নাইট্রেট জমিতে সার হিসাবে যেমন ব্যবহার করা হয় তেমনই বিস্ফোরণ ঘটানোর কাজেও লাগে।
জানা গিয়েছে, ওই গুদামে ৩০০ কুইন্ট্যাল অ্যামোনিয়াম নাইট্রেট মজুত করা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল স্পেশাল টাস্ক ফোর্স ও পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ওই গুদাম থেকে ট্রাকবোঝাই অবস্থায় অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছেন। কিন্তু গুদামের মালিকের খোঁজ পাওয়া যায়নি।
নলহাটি থানার ওই এলাকা ঝাড়খণ্ড লাগোয়া। সেখানে বেশ কয়েকটি পাথর খাদান রয়েছে। মনে করা হচ্ছে খাদানের পাথর ফাটানোর জন্যই ওই রাসায়নিক মজুত করা হয়েছিল। তবে ওই বিপুল পরিমাণ রাসায়নিক ঠিক কি কারণে মজুত করা হয়েছিল তা সম্পূর্ণ ভাবে খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ওই গুদামের মালিকের তল্লাশিও চালানো হচ্ছে।