অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ পদ্মা সেতুর উপর কলকাতা থেকে ঢাকাগামী একটি বাসকে আটকে দেওয়া হয়েছে। গতকাল গভীর রাতেরবেলা প্রত্নবস্তু পাচারের অভিযোগে নাওডোবা টোলপ্লাজায় এক জন ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে প্রাচীন মূর্তি সহ বেশ কিছু প্রত্নবস্তু বাজেয়াপ্ত করা হয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, অভিযুক্ত ভোলার চারফ্যাশন এলাকার বাসিন্দা জসিমউদ্দিন ওই বাসের যাত্রী ছিলেন। পুলিশের দাবী, জসিমউদ্দিন কলকাতা থেকে প্রাচীন কিছু জিনিসপত্র নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন।
অভিযুক্তের কাছ থেকে যে বহুমূল্যের সিংহ মূর্তি সহ বেশ কিছু জিনিসপত্র পাওয়া গেছে তা প্রায় একশো বছরের পুরোনো। কিন্তু জসিমউদ্দিন ওই জিনিসগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ওই জিনিসগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। আপাতত পুলিশ জসিমউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।