ব্যুরো নিউজঃ গতকাল দক্ষিণ-পশ্চিম সান আন্তোনিওর একটি প্রত্যন্ত রাস্তায় সন্দেহভাজন অভিবাসী সম্বলিত একটি ট্রাক্টর-ট্রেলার রিগ পাওয়া যায়। সেখানে ৪৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ও ১৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকম্যানাস বলেছেন, “গতকাল ঘটনাস্থলে থাকা একজন কর্মীকে চিৎকার করে সাহায্যের আবেদন জানানো হয়। অফিসাররা ট্রেলারের বাইরে মাটিতে একটি মৃতদেহ পরে থাকতে দেখেন এবং ট্রেলারের দরজা আংশিক খোলা অবস্থায় দেখতে পান।”
ফায়ার চিফ চার্লস হুড জানিয়েছেন, “এরা প্রত্যেকেই তাপমাত্রা জনিত কারণে অসুস্থ হয়েছে। অসুস্থদের শরীর গরম হয়ে গিয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। ট্রেলারে কোনো জল পাওয়া যায়নি। ১২ জন প্রাপ্তবয়স্ক ও চার জন শিশুকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
আর মনে করা হচ্ছে যে, ট্রেলারে যাদেরকে পাওয়া গিয়েছে তারা অভিবাসী। তাদেরকে লুকিয়ে আমেরিকায় নিয়ে আসা হচ্ছিল। আপাতত এই ঘটনায় তিন জনকে হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু তাদের সাথে মানবপাচারের যোগ রয়েছে কিনা সেই সম্পর্কে এখনো অবধি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।”
প্রসঙ্গত এর আগে, ২০০৩ সালে সান আন্তোনিওর দক্ষিণ-পূর্বে ১৯ জন অভিবাসীকে একটি ট্রাকে পাওয়া গিয়েছিল। এছাড়া ২০১৭ সালে সান আন্তোনিওর একটি ওয়ালমার্টে পার্ক করা একটি ট্রাকের ভিতর আটকে ১০ জন অভিবাসী মারা যান।