মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার মিনাখাঁর মঠবাড়ি এলাকায় সম্পত্তি বিক্রি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনাটিকে কেন্দ্র স্মগ্র এলাকা জুড়ে তুমুল উত্তেজনা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, গত আট মাস আগে সন্দেশখালির এক নম্বর ব্লকের ন্যাজাট থানার শিরিষতলা এলাকার বাসিন্দা ৪০ বছর বয়সী হাবিবুল্লাহ তরফদারের সঙ্গে ৩৪ বছর বয়সী মিনাখাঁর মঠবাড়ি এলাকার বাসিন্দা মনিজা বিবির বিয়ে হয়েছিল। আর মনিজা বিবির মা হাবিবুল্লাহকে মিনাখাঁর মঠবাড়ি এলাকায় পাঁচ শতক জমিও কিনে দিয়েছিলেন।
বিয়ের পর তারা সেই জায়গাতেই ঘর করে বসবাস করছিলেন। কিন্তু গত কয়েক কয়েক দিন থেকে হাবিবুল্লাহ মনিজা বিবিকে ওই সম্পত্তি বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। তবে মনিজা বিবি রাজি না থাকায় এই কাজে বাধা দেন। তাতে হাবিবুল্লাহ ও মনিজার মধ্যে অশান্তি শুরু হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর অশান্তি চরমে ওঠে। আর তখনই হাবিবুল্লাহ মনিজা বিবিকে শ্বাসরোধ করে খুন করে বাড়িতে ফেলে রেখে পালায় বলে অভিযোগ। তারপর এই ঘটনা জানাজানি হতেই মিনাখাঁ থানার পুলিশের কাছে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে বসিরহাট হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
এই ঘটনায় মনিজা বিবির বাপের বাড়ির সদস্যরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে অভিযুক্ত হাবিবুল্লাহর খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছেন।