নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরাঃ আজ ত্রিপুরার চারটি কেন্দ্রের বিধানসভা আসনের উপনির্বাচনের ফল গণনা। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস ত্রিপুরার জমিতে নিজেদের ঘাঁটি তৈরী করতে চাইছে তেমন অপরদিকে কংগ্রেস ও সিপিএমও নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে।
আগের বিধানসভা নির্বাচনের নিরিখে উপনির্বাচনের এই চারটি আসনের মধ্যে তিনটি বিজেপির দখলে ছিল। আর এবার টাউন বড়দোয়ালি কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মানিক সাহা জয়ী হলেন। অন্যদিকে আগরতলায় পাঁচ বারের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন জয়ী হলেন।
এদিন মানিক সাহা বলেন, ”আমার কাছে যা খবর এসেছে আমি প্রায় ৫ হাজার ৯০০ ভোটে জয়ী হয়েছে। এতে কংগ্রে্স এবং সিপিএমের আঁতাত স্পষ্ট হয়ে গেল। কিন্তু মানুষই শেষ কথা বলেছে। যারা আমাদেরকে ভোট দিয়েছেন আমি সেই সমস্ত ভোটারদের কাছে কৃতজ্ঞ।”
এছাড়া দুই কেন্দ্রেই চতুর্থ স্থানে তৃণমূল। ত্রিপুরাকে পাখির চোখ করেও তৃণমূল একেবারে ভালো করতে পারেনি। বস্তুত, যুবরাজনগর কেন্দ্রে সবচেয়ে কম ভোট পেয়েছে। আর বাকি তিনটি কেন্দ্রে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে।