ব্যুরো নিউজঃ ক্যানসারের পর এবার গবেষকরা এইচআইভিকে (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসকে) কাবু করার চাবিকাঠি হাতে পেলেন। যা স্ত্যি আশার আলো।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধিৎসু বিজ্ঞানী দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর একটি ভ্যাক্সিন বানিয়েছেন। যার একটি মাত্র ডোজ এইডস আক্রান্তকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারে। আপাতত এই ভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ।
এইচআইভি নির্মূলে ভ্যাক্সিনটি দারুণ সাফল্য পেয়েছে। বিশ্বখ্যাত বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচারে এই গবেষণার ফলাফল ও পর্যবেক্ষণ বিশদে প্রকাশিত হয়েছে। এবার কোনো বড়ো সংস্থা বাণিজ্যিক ভাবে এই ভ্যাক্সিন প্রস্তুতির দায়িত্ব নিলে তা কিছু দিনের মধ্যেই বাজারে আসতে পারে।
নেচারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলি গবেষকদের বানানো ওই ভ্যাক্সিন শক্তিশালী অ্যান্টিবডি তৈরী করতে সক্ষম। যা এইডসের জন্য দায়ী এইচআইভির বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে তাকে কার্যত দুর্বল করে ফেলে। এই ভ্যাকসিনটি শরীরে প্রয়োগের পর বি-সেল নামে একটি বিশেষ ধরনের কোষ সৃষ্টি হয়।
যা ক্ষতিগ্রস্ত অস্থিমজ্জাকে তরতাজা করে তুলতে সাহায্য করে। এমনকি এইডসের চরিত্রবদলের সাথে সাথে এই কোষও নিজের চরিত্র পরিবর্তন করে। ফলে এইচআইভি নতুন করে শরীরে কোনো বিপত্তি ঘটাতে পারে না।