চয়ন রায়ঃ কলকাতাঃ এবার কলকাতার বাঁশদ্রোণীতে পুলিশকে ইমেল করে আত্মঘাতী হলো এক তরুণ-তরুণী। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঋষিকেশ পাল ও রিয়া সরকার নামে ওই তরুণ তরুণী লিভ ইন সঙ্গী ছিল। গতকাল ঋষিকেশ এবং রিয়া পুলিশকে ইমেল করে আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করে। ইমেল পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দেখে দু’জনেরই মৃত্যু হয়েছে।
তদন্তে জানা গিয়েছে যে, আরামবাগের বাসিন্দা ঋষিকেশ ওষুধের ব্যবসা করত। কিন্তু প্রায় দু’বছর আগে দুর্ঘটনার কবলে পড়ে। এরপর থেকেই ওষুধের ব্যবসা আর চালাতে পারছিল না। আর রিয়া একটি বিউটি পার্লারে কাজ করত।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আর্থিক অনটনের কারণে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। এর পাশাপাশি ঋষিকেশ ও রিয়া নিজেদের পরিচিতদেরও এই আত্মহত্যা করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল।