ব্যুরো নিউজঃ মালদ্বীপঃ গতকাল আন্তর্জাতিক যোগ দিবসে মালদ্বীপের রাজধানী মালে ভারতের ডেপুটি হাই কমিশন আয়োজিত অনুষ্ঠানে এক দল বিক্ষোভকারী অতর্কিতে হামলা চালাল। সেখানে ভারতীয় কূটনীতিক, দূতাবাস কর্মী সহ প্রায় দেড়শো জন অংশগ্রহণকারী ছিলেন।
বিক্ষোভকারীরা ‘যোগ ইসলাম বিরোধী’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে অনুষ্ঠানস্থলে এসে অংশগ্রহণকারীদের উপর চড়াও হন। এছাড়া আয়োজকদের মধ্যে অনেকের সম্পত্তির ক্ষতিও করেছে বলে জানা গিয়েছে।
মলদ্বীপের পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটান। এমনকি পেপার স্প্রেও প্রয়োগ করেন। এই ঘটনায় দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলির নির্দেশে প্রশাসনও এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন।