ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ আচমকা তীব্র ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তান কেঁপে উঠল। আজ দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল ৬.১। যার আঁচ প্রতিবেশী দেশ পাকিস্তানে পৌঁছে যায়।
 
কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল। আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে প্রায় ৯২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬০০ জন মানুষ। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here 
এছাড়া বিধ্বস্ত এলাকাগুলিতে উদ্ধারকাজ শুরু হয়েছে। বেশীর ভাগ মানুষের আফগানিস্তানের পাকতিকা প্রদেশে মৃত্যু হয়েছে। সেখানে মৃতের সংখ্যা শতাধিক। আহতের সংখ্যা আড়াইশোর বেশী। আবার খোস্ত এবং নানগড়হার এলাকাতেও ভূমিকম্পের জেরে অনেকের মৃত্যু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here 
তবে ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here 
				
 
				 
								 
															













