নিজস্ব সংবাদদাতাঃ আসামঃ আসামের বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপ পথে এগোচ্ছে। এই বন্যা পরিস্থিতিতে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি একাধিক নদীর জলস্তর বেড়ে চলেছে। এই বন্যার জেরে ৩২ টি জেলার ৪৭ লক্ষ ৭২ হাজার ১৪০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জানা গিয়েছে, এখানে বন্যা পরিস্থিতি ও ধসের কারণে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে। দারং এলাকায় নতুন করে তিন জনের মৃত্যু হয়েছে। নগাঁওতে দু’জনের মৃত্যু হয়েছে। সেখানে উদ্ধারকার্যে গিয়ে দুই জন পুলিশ কর্মী জলের তোড়ে ভেসে গিয়েছেন। এছাড়া কাছার, হোজাই, কামরুপ, ডিব্রুগড়, লখিমপুর ও হাইলাকান্দিতে এক জন করে মৃত্যু হয়েছে।
অন্যদিকে দুর্যোগের জেরে কামরূপ এবং উদলগুড়িতে দু’জন করে নিখোঁজ ও কাছার, দারং এবং লখিমপুরে এক জন করে নিখোঁজ। ফলে বন্যা পরিস্থিতি নিয়ে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ফোন করে খোঁজ খবর নেন।
আর কেন্দ্রের তরফ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পরিস্থিতি সম্পর্কে জানতে হিমন্ত বিশ্বশর্মাকে ফোন করে খবর নিয়েছেন।