নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ ভ্যাকসিন নিয়ে শিশুর মৃত্যুকে ঘিরে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ঝারআলতা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
জানা গিয়েছে, ১৬ ই জুন তিন মাসের এক শিশু ওই এলাকার একটি সেন্টার থেকে ভ্যাকসিন নেয়। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর থেকেই ওই শিশুর শরীর খারাপ হলে পরদিনই শিশুর মৃত্যু হয়। এরপর পরিবারের তরফে অভিযোগ ওঠে যে, শিশুটির ভ্যাকসিনের কারণেই মৃত্যু হয়েছে।
আর এদিন এই ঘটনাকে কেন্দ্র করেই মৃত শিশুটির পরিবার ও তার আত্মীয়-পরিজনরা ওই সেন্টারে চড়াও হয়ে বিক্ষোভ দেখান। এমনকি ভ্যাকসিন দেওয়া ওই আশাকর্মীকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। ধূপগুড়ি থানার পুলিশ খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে এসে ওই আশাকর্মীকে উদ্ধার করেন।
তারপর তাকে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় পুলিশ এক জন মহিলা সহ মোট নয় জনকে গ্রেফতার করেছেন। আপাতত এই ঘটনায় এলাকা জুড়ে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।