মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ সকালবেলা স্নেহাশিস রায় নামে এক জন দমকলকর্মীকে দমদমের গোড়াবাজারের দমকল কেন্দ্রের সামনে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় এক যুবক। অল্পের জন্য গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় স্নেহাশিস প্রাণে রক্ষা পেলেন।
জানা গিয়েছে, তাকে এক জন যুবক দমকল কেন্দ্রে ঢোকার সময় ডাকে। এরপর স্নেহাশিস বাইক থেকে নেমে তার দিকে এগিয়ে যাওয়ার পরই ওই যুবক গুলি চালিয়ে দেন। স্নেহাশিস লাফিয়ে সরে যাওয়ায় গুলিটি গায়ে লাগেনি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি গুলির খোল উদ্ধার করেছেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
স্নেহাশিস জানায়, সম্প্রতি রাস্তায় এক যুবকের সঙ্গে তার ধাক্কা লাগায় সামান্য বচসা হয়েছিল। এদিন ওই যুবকই দমকল কেন্দ্রের সামনে এসে অপেক্ষা করছিল। তারপর স্নেহাশিস অফিসে ঢুকতেই ডেকে বলে, “সে দিনের ঝগড়ার জন্য সর্বসমক্ষে ক্ষমা চাইতে চায়।”
তারপর স্নেহাশিস এগিয়ে আসতেই পকেট থেকে বন্দুক বের করে এক রাউন্ড গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছেন। তবে সাতসকালে এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।