মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ অগ্নিপথ নিয়ে বিক্ষোভের আঁচ এ রাজ্যেও পড়েছে। আজ সকালবেলা থেকে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে ব্যারাকপুর স্টেশনে নেমে রেল অবরোধ শুরু করেন। বিক্ষোভকারীরা রেললাইনের উপর ডন বৈঠক করে অভিনব কায়দায় বিক্ষোভ দেখান।
এছাড়া অগ্নিপথ প্রত্যাহারের দাবী তুলে স্টেশন চত্বরে বিক্ষোভ শুরু করেন। এই অবরোধের জেরে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ায় শিয়ালদহ মেন শাখার রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলে নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এই ঘটনার কিছুক্ষণ পর রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের কথা বলে অবরোধকারীদের তুলে দেওয়ার চেষ্টা করেন। তবে বিক্ষোভকারীরা অবরোধ তুলতে না চাইলে রেলপুলিশ লাঠি হাতে বিক্ষোভকারীদের তাড়া করেন। এমনকি লাঠিচার্জও করা হয়। এর ফলে অবশেষে অবরোধ উঠে যায়।