চয়ন রায়ঃ কলকাতাঃ গত ১১ ই জুন অর্থাৎ গত শনিবার চিনার পার্কের একটি অভিজাত হোটেলের ছ’তলায় একটি তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসের পার্টিতে এক সহকর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠলো এবার সেই অফিসেরই কর্মীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, পার্টিতে ওই তরুণীকে দু’জন সহকর্মী ভুল বুঝিয়ে একটি ঘরে নিয়ে যান। এরপর তাকে সেখানেই মাদক খাইয়ে অচেতন করে একাধিক বার ধর্ষণ করা হয়। এই ঘটনায় ওই তরুণী পুলিশের কাছে এফআইআর দায়ের করে ওই দুই জন সহকর্মীর নামও জানিয়েছেন।
পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে এক মহিলা সহ তিন জনকে গ্রেফতার করেছেন। আজ অভিযুক্তদের আদালতে তোলা হয়েছে। এর পাশাপাশি অভিযোগকারিণীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে গোপন জবানবন্দি দেওয়ার জন্য এদিন আদালতেও নিয়ে যাওয়া হয়েছে। এমনকি এই ঘটনায় পুলিশ ওই হোটেলের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছেন।