অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ তিন দিন আগেই রাজস্থান থেকে কলকাতায় বেড়াতে আসা এক যুগলের দেহ গতকাল একবালপুরের কার্ল মাক্স সরণীর এক বন্ধুর ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে।
জানা গিয়েছে, বন্ধ ঘরের ভিতর থেকে পচা গন্ধ বের হওয়ায় আশপাশের অন্য আবাসনের আবাসিকরা পুলিশের কাছে খবর দিয়েছিলেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বন্ধ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে যুগলের দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃতরা হলো রাজস্থানের বাসিন্দা ২৯ বছর বয়সী দীনেশ কুমার ও ১৯ বছর বয়সী সঙ্গীতা লাল। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে। কিন্তু এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় দীনেশের বন্ধু রনজিৎ সাউয়ের খোঁজ পেয়ে রনজিৎকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।