নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ কথায় বলে, ‘কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয়।’ কিন্তু যদি কোনো মা নিজের গর্ভজাত সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে তাহলে তাকে কি বলা যায়?
তবে এবার নিজের সাত মাসের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে তার মা। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের দিওড় এলাকায় এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। কুমারগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর্ণা শীল নামে ওই মহিলাকে গ্রেফতার করেছেন।
তবে এলাকার বাসিন্দারা জানিয়েছেন যে, বর্ণাদেবীর মানসিক সমস্যার কারণেই এমন ঘটনা ঘটেছে। যদিও এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।