নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রঃ মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) বালাসাহেব ঠাকরের ভ্রাতুষ্পুত্র অর্থাৎ রাজ ঠাকরের ৫৪ তম জন্মদিন উপলক্ষে অওরঙ্গাবাদের ক্রান্তি চক পেট্রল পাম্পে পেট্রোল প্রতি লিটার ৫৪ টাকায় পাওয়া যাচ্ছে।
ফলে সকালবেলা ৬ টা থেকেই অর্ধেক দাম দিয়ে পেট্রোল কিনতে ওই পেট্রোল পাম্পে সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন। তবে সাধারণ মানুষ সস্তায় পেট্রোল পেয়ে অত্যন্ত আনন্দিত।
গতকাল একটি অডিয়ো বার্তায় এমএনএস প্রধান বলেছেন, ‘‘আগামী সপ্তাহে অস্ত্রোপচার করাব। কোভিডের মৃত কোষের ব্যাপারে চিকিৎসকরা জানিয়েছেন। তাই জন্মদিনে কারোর সাথে দেখা করতে পারব না।’’ যদিও এদিন এতো কম মূল্যে পেট্রোল পেয়ে অওরঙ্গাবাদে খুশীর হাওয়া বইছে।