নিজস্ব সংবাদদাতাঃ উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ হলেও পাশ করিয়ে দিতে হবে এই দাবী তুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা রাজ্যের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেছে। যেমন বীরভূমের সাঁইথিয়ার শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ের প্রায় ৩১০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এর মধ্যে ২৯০ জন পরীক্ষার্থী ফেল করেছে।
তাই পাশ করিয়ে দেবার দাবী তুলে বিদ্যালয়ের সামনে সাঁইথিয়া-লাভপুর চৌহাট্টা যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এদিকে চলতি বছর উত্তর চব্বিশ পরগণার বনগাঁর কুমুদিনী স্কুলে ২৭৯ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
তার মধ্যে ৩৭ জন পরীক্ষার্থী ইংরেজী সহ অন্যান্য বিষয়ে ফেল করায় বাটার মোড় ও যশোর রোডে পথ অবরোধ করেছে। নদীয়ার তাহেরপুরে ৫৭ জন পড়ুয়া পথ অবরোধ করেছে। আবার তাহেরপুর থানা এলাকার বীরনগর শিবকালী উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
যার মধ্যে ৫৪ জন ইংরেজীতে অকৃতকার্য হওয়ায় রানাঘাট-আড়ংঘাটায় পথ অবরোধ করে। অন্যদিকে জলপাইগুড়িতে পরীক্ষায় ৬৫ জন ছাত্রী অনুত্তীর্ণ হওয়ায় মালবাজার মহকুমার ওদলাবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে শহরের ব্যস্ততম এই রাস্তায় প্রচুর গাড়ি আটকে যাওয়ায় মালবাজার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পড়ুয়ারা হুমকি দিয়েছে যে, সকলকে পাশ না করালে অনশন চলবে। এমনকি আত্মহত্যার হুমকিও দেওয়া হয়েছে।