ব্যুরো নিউজঃ আমেরিকাঃ টেক্সাসের পর এবার আমেরিকার শিকাগোয় বন্দুকবাজের হামলা চলল। কোথাও পথচলতি সাধারণ মানুষের মাথায় ও বুকে গুলি করা হয়েছে। কোথাও আবার গাড়িতে বসা অবস্থাতেই চালকের শরীর লক্ষ্য করে চালানো হয়েছে।
মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে শিকাগোর বিভিন্ন এলাকায় এই ধরনের বিক্ষিপ্ত ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। আর গুরুতর ভাবে আহত হয়েছেন ১৯ জন। মৃতদের প্রত্যেকেরই বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। যাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই টেক্সাসে বন্দুকবাজের হামলায় ২১ জনের মৃত্যু হয়েছে। এরপর থেকেই আমেরিকার জো বাইডেন প্রশাসন বন্দুক নীতি কঠোর করা নিয়ে নতুন করে নড়েচড়ে বসেছে। এখনো আইনসভায় এই নিয়ে রিপাবলিকান ও লোবার পার্টির মধ্যে বিবাদ চলছে।
সাউথ জাস্টিনে ২৫ বছরের এক জন যুবককে একেবারে সামনে থেকে বুকে এবং মাথায় গুলি করা হয়। এর ঠিক কয়েক ঘণ্টা পরে রাত ১১ টার সময় ২৬ বছরের এক জন যুবককে ওয়েস্ট এইট্টিন্থ স্ট্রিটে একটি গাড়ির ভিতর বসে থাকা অবস্থায় বুকে গুলি করা হয়।
আর তার ঠিক দেড় ঘণ্টার মধ্যেই সাউথ অ্যালবানিতে অর্থাৎ রাত ১২ টা ৩০ মিনিট নাগাদ ৩৭ বছরের এক জন মহিলাকেও ড়ির ভিতর বসে থাকা অবস্থায় গুলি করা হয়। তারপর শনিবার আরো দু’টি মৃত্যুর ঘটনা ঘটে।
সুতরাং শিকাগোয় পর পর বন্দুক হামলার ঘটনা আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে বন্দুক নীতি নিয়ে যতো দেরী হবে ততোই ক্ষতি বাড়তে থাকবে। পর পর এই ঘটনার জেরে আতঙ্কিত শিকাগোবাসী।