নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে সমগ্র দেশ তোলপাড়। আর গত কয়েকদিন থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জেলাও উত্তপ্ত হয়ে উঠেছে। হাওড়ায় জাতীয় সড়ক অবরোধ থেকে শুরু করে পাঁচলায় দোকান বাড়িতে আগুন দেওয়া হয়।
গতকাল বিক্ষুব্ধ জনতা বেথুয়াডহরিতে ট্রেনে ভাঙচুর চালায়। মুর্শিদাবাদের রেজিনগর, শক্তিনগর সহ রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ চলে। নূপুর শর্মার এক টিভি ডিবেটে পয়গম্বর হজরত মহম্মদকে নিয়ে করা মন্তব্যের জেরে ভারতের বিরুদ্ধে বারোটি দেশও বিক্ষুদ্ধ হয়েছে।
তাঁর গ্রেফতারির দাবী তুলে কানপুর সহ উত্তরপ্রদেশের একাধিক জায়গায় বিক্ষোভে মেতে ওঠে। এবার ওই মন্তব্যের জন্য নূপুর শর্মার বিরুদ্ধে নারকেলডাঙা এলাকার এক বাসিন্দা একটি অভিযোগ দায়ের করেন।
যার পরিপ্রেক্ষিতে নূপুর শর্মাকে নারকেলডাঙা থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেন। সিআরপিসি ৪১ নম্বর ধারা অনুযায়ী স্পিড পোস্ট ও ইমেল করে এই নোটিশ পাঠানো হয়েছে। আগামী ২০ শে জুন সকাল ১১ টা নাগাদ নারকেলডাঙা থানায় ওই মামলার তদন্তকারী অফিসারের সাথে দেখা করতে বলা হয়েছে।