ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আমেরিকার উপকূল অঞ্চলে তৈরী হওয়া ভয়ানক ঘূর্ণিঝড় অ্যালেক্সের প্রভাবে উত্তর আটলান্টিকের ব্রিটিশ বিদেশী বারমুডা অঞ্চল একেবারে তছনছ হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, “এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে।”
আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে যে, হারিকেন আগাথার শেষাংশই হলো এই অ্যালেক্স। ওই ঝড় থেকেই এই নতুন ঝড় তৈরী হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
আমেরিকার জাতীয় হারিকেন সেন্টারের তরফ থেকে বলা হয়েছে, এই নতুন ঝড়ের দাপটে হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ৭০ মাইল অর্থাৎ ১১০ কিলোমিটার হতে পারে। আপাতত এই ঝড়ের অবস্থান বারমুডা থেকে ৩৯৫ কিলোমিটার দূরে আছে। বারমুড়াতেই ঝড়টির আছড়ে পড়ার আশঙ্কা থাকছে।
Sponsored Ads
Display Your Ads Here