পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক মহিলার সাথে প্রতারণার অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগণার সোনারপুর থানা এলাকার কামরাবাদের সুভাষপল্লি থেকে গ্রেফতার মনোরঞ্জন সর্দার নামে এক ব্যক্তি।
পুলিশ সূত্রের জানা গিয়েছে, মনোরঞ্জন পেশায় জমি-বাড়ির দালাল। সম্প্রতি এক বিধবা মহিলা সোনারপুর থানায় এসে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করে বলেন, “সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কয়েক কাঠা জমি নিজের নামে লিখিয়ে নগদ টাকা ও গয়না নিয়ে পালিয়ে যায়।”
এরপর শনিবার আরো দুই জন বিধবা মহিলা মনোরঞ্জনের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করেন। তবে মনোরঞ্জন বেছে বেছে অল্প বয়সী বিধবা মহিলাদেরই নিজের চক্রান্তে ফাঁসাত। বিশ্বাস অর্জনের জন্য প্রথমে নানা ভাবে সাহায্য করে পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নানা অছিলায় নগদ টাকা এবং গয়না নিয়ে পালিয়ে যায়।
এমনকি কারোর নামে জমি থাকলে তা নিজের নামে লিখিয়ে নিত। আপাতত মনোরঞ্জনকে পুলিশী হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে যে আরো কোনো মহিলাকে এইভাবে প্রতারিত করেছে কি না।