নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু বিভাগে রোগীদের খাবারে এবার কেঁচো পাওয়াকে কেন্দ্র করে হাসপাতালের অন্যান্য রোগীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতেরবেলা জলপাইগুড়ি কুকুরজান এলাকার বাসিন্দা দীপক রায় তার শিশুকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু রাতেরবেলা হাসপাতালের তরফ থেকে রোগীদের যে খাবার দেওয়া হয় তাতে আস্ত একটি কেঁচো দেখতে পান।
এরপর দায়িত্বে থাকা হাসপাতালের কর্মীদের বিষয়টি জানানো হলেও কেউ কোনো প্রকার ব্যবস্থা নেননি। ফলে বাধ্য হয়ে দীপকবাবু ওই খাবার নিয়ে হাসপাতালে বিক্ষোভও দেখান।
জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার এই প্রসঙ্গে জানান, ‘‘এখনো অবধি এই বিষয়টি নিয়ে কোনো রকম লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে এই বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।’’