নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ স্ত্রী নার্সের চাকরী পেতেই ডান হাতের কব্জি থেকে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার রাতেরবেলা এই নৃশংস ঘটনাটি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ঘটেছে।
জানা গিয়েছে যে, সম্প্রতি স্ত্রী রেণু নার্সের চাকরী পেয়েছিল। ছোটোবেলা থেকে রেণু মেধাবী ছিল। স্বপ্ন ছিল নার্স হওয়ার। কিন্তু কেতুগ্রামের চিনিসপুরের বাসিন্দা স্বামী শেখ মহম্মদ কয়েক জন বন্ধুর প্ররোচনায় প্ররোচিত হয়ে আশঙ্কা করেছিলেন, রেণু চাকরী পেয়ে ছেড়ে চলে যাবে। এমনকি বিবাহ বিচ্ছেদও হতে পারে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
ফলে রাতেরবেলা যখন রেণু ঘুমাচ্ছিল তখন মুখে বালিশ চাপা দিয়ে ডান হাত কব্জি থেকে কেটে নেন। কিন্তু সেই সময় শেখ মহম্মদ রেণুর ডান হাতের কাটা অংশটি লুকিয়ে রাখেন। এরপর পরিবারের সদস্যরা জানতে পেরে তড়িঘড়ি তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তারপর পরিবারের তরফে বিষয়টি নিয়ে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার পর শেখ মহম্মদ ও তার পরিবারের সকলে চম্পট দিয়েছেন। বাড়িতেও তালা ঝোলানো। তবে পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছেন। বর্তমানে রেণু দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।