নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আগামী এক মাস জরুরী কাজের জন্য পূর্ব রেল একাধিক লোকাল ট্রেন বাতিল করেছে। আর এর প্রভাব ব্যান্ডেল, কাটোয়া ও বর্ধমান শাখায় পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া দশটি লোকাল ট্রেন বন্ধ রাখা হচ্ছে।
পূর্ব রেল সূত্রে জানা গেছে, ব্যান্ডেল স্টেশনে যে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের কাজ হচ্ছিল তা শেষ হয়েছে। আবার ব্যান্ডেল থেকে শক্তিগড় অবধি থার্ড লাইনের কাজও শেষ হয়েছে। ওই কাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল শুরু হলেও কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
সেই সমস্যা দূর করার জন্য আগামী এক মাস দশটি ট্রেন বাতিল করা হয়েছে। এর জেরে যাত্রীদের ভোগান্তির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। উল্লেখ্য, গত ১৩ ই মে থেকে যখন এই কাজ শুরু হয় তখন প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা ট্রেন বন্ধ করা হচ্ছিল। পরে টানা তিন দিন ব্যান্ডেল স্টেশন বন্ধ রাখা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর সেই কাজ শেষ হওয়ার পর রেলের তরফে দাবী করা হয়, ট্রেন চলাচলে গতি আসবে। কিন্তু তা বাস্তবে হচ্ছে না। এখন রেলের তরফে বলা হচ্ছে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই ওই ত্রুটি দূর করার চেষ্টা হচ্ছে। তাই কিছু ট্রেন বাতিল করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে লোকনাথ ব্রিজে কাজ হওয়ার জন্য তারকেশ্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে। আজ রাতেরবেলা ১০ টা ৪৫ মিনিট থেকে রবিবার বেলা ১ টা পর্যন্ত তারকেশ্বর লাইনেও ট্রেন চলাচল বন্ধ থাকবে। নালিকুল থেকে লোকনাথ অবধি কাজ চলছে।