চয়ন রায়ঃ কলকাতাঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে হয়। তাই আগামী ৩ রা জুন থেকে ১০ ই জুন অবধি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেন না ডাকা হয় তা এনফোর্সমেন্ট ডায়রেক্টরেটকে (ইডি) জানিয়ে দেন।
কিন্তু এর পরিপ্রেক্ষিতে তদন্তকারী সংস্থা জানায়, “তাঁর বিদেশে যাওয়া চলবে না।” তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির এই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আজ দুপুর ২ টোয় বিচারপতি বিবেক চৌধুরীর একক বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৮ ই অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুর থেকে একটি কর্মসূচী সেরে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন। সেই দুর্ঘটনায় তাঁর মাথা ও বাঁ চোখে আঘাত লাগে। চোখের আঘাত গুরুতর ছিল।
এই দুর্ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও কয়েক জন নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছিলেন। সেই সময় দক্ষিণ কলকাতার একটি বেসরকারী হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের অস্ত্রোপচার করা হয়।