মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগ্ণাঃ উত্তর চব্বিশ পরগণার হাড়োয়া গোপালপুর সাহা পাড়ায় বিবাহ-বহির্ভূত সম্পর্কের ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয় দেখানোয় চার জনকে সাথে নিয়ে প্রেমিককে খুন করল প্রেমিকা। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
১১ বছর আগে ওই এলাকার চম্পা রুইদাসের আসানসোলের গৌতম রুইদাসের সাথে বিয়ে হয়। আর দুই সন্তানও আছে। কিন্তু গৌতমের বাড়িতে বন্ধু স্বরূপ প্রামানিকের যাতায়াত ছিল। আর দীর্ঘদিন যাতায়াতের ফলে চম্পা স্বরূপের সাথে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন।
স্বামী একথা জানতে পারার পরই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়। এর জেরে চম্পা স্বরূপকে বাড়িতে আসার পাশাপাশি সম্পর্ক রাখতে বারণ করলে তখন স্বরূপ বিবাহ বহির্ভূত সর্ম্পকের গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দিলে চম্পা তার হাত থেকে নিস্তার পেতে স্বরূপকে খুনের ছক কষেন।
এরপর গত শুক্রবার চম্পা গৌতমকে নিয়ে বাপের বাড়ি আসলে স্বরূপকেও ফোন করে সেখানে ডেকে তার মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুন করেন। আর খুনের পর দেহ সারাদিন বাড়ির মধ্যে বস্তাবন্দি করে রেখে দেন।
আর প্রমাণ লোপাটের জন্য গতকাল রাতেরবেলা সুযোগ বুঝে বস্তাবন্দি দেহটি বাড়ির পিছনে নির্জন বাগানের মধ্যে দিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেইসময় প্রতিবেশীদের সন্দেহের জেরে হাড়োয়া থানায় খবর দেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বস্তাবন্দি দেহটি উদ্ধার করে। তারপর পুলিশ এই খুনের সাথে জড়িত চম্পা রুইদাস সহ স্বামী গৌতম, দিদি ও বাবাকে গ্রেফতার করেছেন।